November 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 14th, 2025, 8:56 pm

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে অমিতাভ রেজা, পাত্রী কে

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কয়েক মাস ধরে অবস্থান করা নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। স্থানীয় সময় শুক্রবার সকালে তিনি তৃতীয়বারের মতো বিয়ে করছেন চিত্রনাট্যকার ও পরিচালক মুশফিকা মাসুদকে। দুজনেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে একটি স্থিরচিত্র প্রকাশ করে অমিতাভ লিখেছেন— “কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা, কিন্তু ভাবিনি কখনো আমার থেকে ফাজিল কারও সাথে জীবন কাটাব। আহারে জীবন…”
এই স্ট্যাটাসটি পোস্ট করার পরই সহকর্মী শিল্পী-নির্মাতাসহ বিনোদন অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।

অপরদিকে মুশফিকা মাসুদ জানিয়েছেন, “অমিতাভ খুবই চমৎকার একজন মানুষ। অসাধারণ মেধাবী। দুর্দান্ত সিনেমা পরিচালক। আমরা দুজন একই ভাষায় কথা বলি। ও যেভাবে ভালোবেসেছে—এভাবে কোনো বাঙালি ভালোবাসতে পারে কি না, তা সত্যিই অবিশ্বাস্য। ওর ভালোবাসাই আমাকে ভালোবাসা শিখিয়েছে।”

মুশফিকা মাসুদ কে?

জানা গেছে, মুশফিকা মাসুদ যুক্তরাজ্যের লিভারপুল জন মুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট-প্রোডাকশনে পড়াশোনা করেন। এছাড়া ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশনেও প্রশিক্ষণ নেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার জিতে আলোচনায় আসে।

উল্লেখ্য, এর আগে নির্মাতা অমিতাভ রেজা অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদ–এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। জেনী পরবর্তীতে টেলিভিশন মিডিয়া ব্যক্তিত্ব তানভীর খানকে বিয়ে করেন। অন্যদিকে মিম রশিদ বর্তমানে অভিনেতা ইরেশ যাকেরের স্ত্রী। মিম রশিদ অভিনেত্রী মিথিলার বড় বোন।

এনএনবাংলা/