অনলাইন ডেস্ক :
আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাংকিং তালিকার তৃতীয় স্থানে উঠেছেন সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। ৭৬৫ রান করে টুর্নামেন্ট ইতিহাসে এক আসরে সর্বোচ্চ সংগ্রাহকের বিশ্ব রেকর্ডের মালিক হন কিং কোহলি। বিশ^ মঞ্চে দুর্দান্ত ব্যাটিং পারফমেন্সে ৭৯১ রেটিং নিয়ে আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাংকিং তালিকার তৃতীয়স্থানে উঠেছেন কোহলি। বিশ^কাপ ফাইনালের আগে র্যাংকিংয়ে চতুর্থস্থানে ছিলেন কোহলি। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কককে টপকে এ সপ্তাহে এক ধাপ এগিয়েছেন কোহলি। ৮২৬ রেটিং নিয়ে র্যাংকিংয়ের শীর্ষস্থানে ধরে রেখেছেন ভারতের ওপেনার শুভমান গিল। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে ব্যাট হাতে জ¦লে উঠতে না পারায় ৬ রেটিং হারিয়েছেন তিনি। ফাইনালে ৪ রানে আউট হন গিল।
৮২৪ রেটিং নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। গিলের সাথে বাবরের ব্যবধান মাত্র ২ রেটিং। ৭৬৯ রেটিং নিয়ে তালিকার চতুর্থস্থানে উঠেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ৭৬০ রেটিং নিয়ে টেবিলের পঞ্চমস্থানে নেমে গেছেন ডি কক। বিশ^কাপ ফাইনালে ১৩৭ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে বড় অবদান রাখা হেড ২৮ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেন তিনি। তার বর্তমান রেটিং ৬৭৯। বোলিং তালিকায় ৭৪১ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। ভারতের মোহাম্মদ সিরাজকে টপকে ৭০৩ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে উঠেছেন বিশ^কাপ জয়ী অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড।
ভারতের বিপক্ষে ফাইনালে ১০ ওভারে ৬০ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। এক ধাপ পিছিয়ে ৬৯৯ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। চতুর্থ ও পঞ্চমস্থানে আছেন যথাক্রমে- ভারতের জসপ্রিত বুমরাহ ও অস্ট্রেলিয়ার এডাম জাম্পা। বিশ^কাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন জাম্পা। দশমস্থানে আছেন বিশ^কাপে সর্বোচ্চ ২৪ উইকেট নেয়া ভারতের পেসার মোহাম্মদ সামি। অলরাউন্ড তালিকায় ৩৩০ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন মুশফিকুর রহিম। ৬শ রেটিং নিয়ে ৩৫তমস্থানে আছেন মুশি। আগের সপ্তাহ থেকে দুই ধাপ পিছিয়েছেন তিনি। বোলিং তালিকায় বাংলাদেশীদের মধ্যে সেরা অবস্থানে আছেন সাকিব। ৫৭৮ রেটিং নিয়ে ২৪তমস্থান ধরে রেখেছেন তিনি।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল