January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 18th, 2024, 1:20 pm

তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা সুপার কারাগারে

তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে খুলনা নগরীর শহিদ শেখ আবু নাসের দাখিল মাদ্রাসার সুপার (মাদ্রাসা প্রধান) হাসিবুর রহমান হাসিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানার সৈয়দ আলী হোসেন সড়কে অবস্থিত তার বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই দিন সকালে শিশুটির বাবা বাদী হয়ে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শিশুটি বর্তমানে ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

ভুক্তভোগীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভাইয়ের সঙ্গে শিশুটি প্রতি রাতে হুজুরের (সুপার) বাড়িতে প্রাইভেট পড়তে যায়। বৃহস্পতিবার রাতে পড়তে গেলে হুজুর শিশুটির ভাইকে ওজু করতে পাঠান, এরপর একা পেয়ে শিশুটির শ্লীলতাহানি করে। এ ঘটনার পর কাঁদতে কাঁদতে শিশুটি বাড়ি ফিরে তার মাকে সব বলে দেয়।

এ ঘটনার প্রতিবাদে ওইদিন রাতেই এলাকাবাসী মাদ্রাসা সুপারের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করে।

মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) উত্তম কুমার মিত্র বলেন, ‘শুক্রবার সকালে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা হয়। এরপর দুপুরে নিজ বাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

রবিবার তাকে আদালতে তুলে রিমান্ডের জন্য আবেদন করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

—–ইউএনবি