সিলেটে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বৃহস্পতিবার আয়ারল্যান্ড প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৮ দশমিক ১ ওভারে ১০১ রান করেছে।
ডানহাতি পেসার হাসান মাহমুদ ৮ দশমিক ১ ওভারে ৩২ রান দিয়ে তার প্রথম পাঁচ উইকেট শিকারের রেকর্ড করেন।
প্রথম দুই ম্যাচের বিপরীতে আয়ারল্যান্ড সিরিজে তৃতীয়বারের মতো টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
মাত্র ৮ রানে হাসানের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে আউট হন স্টিফেন ডোহেনি। এর পরপরই ব্যক্তিগত ৭ রানে পল স্টার্লিংকে এলবিডব্লিউ করেন মাহমুদ।
আইরিশ ব্যাটিং অর্ডার লড়াই অব্যাহত রাখলেও অ্যান্ডি বালবির্নি ৬ রানে তাসকিন আহমেদের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন এবং হ্যারি টেক্টর শূন্য রানে মাহমুদের বলে এলবিডব্লিউ আউট হন।
লোর্কান টাকার কিছুটা প্রতিরোধ দেখান, তবে তিনিও ২৮ রান করে সাঁজঘরে ফেরেন।
আয়ারল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান করেন কার্টিস ক্যাম্ফার, তিনি ৪টি বাইন্ডারি সহ ৩৬ রান করেন।
তবে শেষ পর্যন্ত তিনিও হাসানের বলে তাসকিন আহমেদের হাতে ধরা পড়েন।
এছাড়া বাকি আইরিশ ব্যাটাররা কোন উল্লেখযোগ্য অবদান রাখতে পারেনি।
বাংলাদেশের পক্ষে বোলারদের মধ্যে হাসান ৮ দশমিক ১ ওভারে ৩২ রানে সর্বোচ্চ ৫ উইকেট নেন। এছাড়া তাসকিন আহমেদ ও এবাদত হোসেন যথাক্রমে ৩ ও ২টি করে উইকেট নেন। নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজ আজ উইকেটশূন্য হন।
প্রথম ম্যাচে জয়লাভ করায় এবং দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজ নিশ্চিত করার জন্য বাংলাদেশের এই ম্যাচে জয় অনিবার্য।
—-ইউএনবি
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত