January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 11th, 2021, 10:04 pm

তৃতীয় ধাপে ইউপি ভোটের তফসিল বৃহস্পতিবার

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল হতে পারে আগামী বৃহস্পতিবার। এদিন ৮৭তম কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকটি নির্বাচন ভবনের সভাকক্ষে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বৈঠকের আলোচ্য সূচিতে রাখা হয়েছে- (ক) তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন, (খ) অষ্টম ধাপে পৌরসভা সাধারণ নির্বাচন, (গ) স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপ-নির্বাচন, (ঘ) বিবিধ। ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন, পরবর্তী কমিশন সভায় তৃতীয় ধাপে ভোটের তফসিল হতে পারে। এ ছাড়া অন্যান্য নির্বাচন নিয়েও সিদ্ধান্ত নেবে কমিশন। ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯টি ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ করবে সংস্থাটি। বর্তমান কমিশন তার মেয়াদের মধ্যে সময় গণনা শুরু হয়েছে বা হবে, এমন সব নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ শেষ হবে।