January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 17th, 2022, 9:10 pm

তৃতীয় বিশ্বযুদ্ধে ‘আগ্রহী নয়’ হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাশ্চাত্যের নেতাদের ধারাবাহিকভাবে আহ্বান জানাচ্ছে ইউক্রেনের আকাশকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করতে। কিন্তু তার এই আহ্বানে সাড়া পাচ্ছেন না। গত বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আবারও নো ফ্লাই জোন ঘোষণার দাবি জানান। যদিও বাইডেন আগেও জানিয়েছেন নো ফ্লাই জোন ঘোষণার অর্থ চলমান ইউক্রেন যুদ্ধের সীমা বাড়িয়ে তোলা। যা শেষমেষ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে বিশ্বকে। বৃহস্পতিবার (১৭ মার্চ) জেলেনস্কির আহ্বানের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস বলেছে, তারা তৃতীয় বিশ্বযুদ্ধে আগ্রহী নয়। খবর আরটির। গত বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, আমরা আগেও বলেছি, নো ফ্লাই জোন বাস্তবায়নের প্রয়োজন হবে। আর তা বাস্তবায়ন করতে হলে রুশ বিমান গুলি করে ভূপাতিত করতে হবে। ন্যাটোকে রুশ বিমানকে গুলি করে নিচে নামাতে হবে। আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে আগ্রহী নই। সাকি বলেন, বাইডেন জেলেনস্কির বক্তব্য দেখেছেন এবং তিনি ওই বক্তব্যকে ‘উৎসাহব্যঞ্জক এবং শক্তিশালী’ মনে করেছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেদের জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণের ভেতর থেকে সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ মার্চ) ইউক্রেনে রাশিয়ার অভিযানের ২২ তম দিন চলছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এ ছাড়া ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশ মস্কোর ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে।