January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 1st, 2022, 8:11 pm

তৃতীয় রাউন্ডে নাদাল

অনলাইন ডেস্ক :

উইম্বলডনে প্রত্যাবর্তনটা স্বাচ্ছন্দ্যে হচ্ছে না রাফায়েল নাদালের। প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও জয় পেতে ঘাম ঝরেছে রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ এই টেনিস তারকাকে। দ্বিতীয় রাউন্ডে লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরাঙ্কিসকে ৩-১ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছে নাদাল। প্রথম দুই সেট ৬-৪, ৬-৪ ব্যবধানে জিতে নেন রাফায়েল নাদাল। কিন্তু তৃতীয় সেটে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় বেরাঙ্কিস। নাদালের বিপক্ষে এই সেট জিতে নেন ৬-৪ ব্যবধানে। অবশ্য চতুর্থ সেটে গিয়ে আর পেরে উঠেনি বেরাঙ্কিস। ৬-৩ ব্যবধানে এই সেট জিতে তৃতীয় রাউন্ডে পা দেন দ্বিতীয় বাছাই নাদাল। তৃতীয় রাউন্ডে নাদালের প্রতিপক্ষ ইতালির ২৭তম বাছাই লরেঞ্জো সোনেগো। পায়ের চোটে এবারের আসরে নাদালের খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। চোট নিয়েই তিনি খেলেছেন এবারের ফরাসি ওপেনে। সেখানে প্রতিটি ম্যাচ খেলেন ব্যথানাশক ইনজেকশন নিয়ে। তবু শিরোপা হাত ছাড়া হয়নি নাদালের। রেকর্ড ১৪তম বার জিতেছেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা।