পঞ্চগড়ের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ সীমান্তের কাছে ঘটনাটি ঘটে।
নিহত বাংলাদেশি যুবক আইনুল হক বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগছ এলাকার আকবর আলির ছেলে।
নিহতের পরিবার জানায়, মঙ্গলবার রাতে সীমান্তের ৪৪৮ নম্বর মেইন পিলার এলাকায় রাত আড়াইটার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান সীমান্তের লোকজন। পরে বুধবার সকালে গোয়ালগছ সীমান্তে আইনুলের লাশ পড়ে থাকতে দেখেন তারা।
স্থানীয়দের দাবি, বাংলাবান্ধা গোয়ালগছ সীমান্তের বিপরীতে ভারতের ফাঁসি দেওয়া ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়িনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান মোবাইল ফোনে জানান, গোয়ালগছ সীমান্তে ভারতের অভ্যন্তরে সীমান্তে হত্যার ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান, কে মেরেছে, কীভাবে মারা গেছে, এর কোনো কিছুই এখনো নিশ্চিত না। আমরা পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছি।
—ইউএনবি

আরও পড়ুন
ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’: ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি, মাছ ধরতে যাওয়া নিষেধ
জুলাই গণ-অভ্যুত্থান, আমিরাতে বন্দি অবশিষ্ট ২৪ জনের মুক্তি শিগগিরই
যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ বাংলাদেশি ফেরত, ২৬ জনই নোয়াখালীর