নিজস্ব প্রতিবেদক:
তেল পরিবহনে জাহাজ ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গত বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে জাহাজ ভাড়া বৃদ্ধি করা হয়। বিপিসি চেয়ারম্যান এবিএম আবুল কালাম আজাদ বলেন, এটি একটি রুটিন ওয়ার্ক। জ্বালানি তেলের দাম বাড়লে বা কমলে আমরা নিয়মিত এই কাজ করে থাকি। ট্যাংকার মালিকদের সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো ঝামেলা না হয় এজন্য এবার একটি স্থায়ী ফরমুলা করা হয়েছে। এখন থেকে আর এই সমস্যা হবে না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ¦ালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধি হলে ১ টাকা হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে জাহাজের ভাড়া প্রতি টাকায় কোস্টাল ট্যাংকারের ক্ষেত্রে প্রতিটন প্রতি নটিক্যাল মাইলে দশমিক শূন্য ৩৩ টাকা এবং বে-ক্রসিং শ্যালো ড্রাফট অথবা শ্যালো ড্রাফট ট্যাংকারের ক্ষেত্রে প্রতিটন প্রতি নটিক্যাল মাইলে দশমিক শূন্য ৩৯ টাকা হ্রাস বা বৃদ্ধি পাবে। অয়েল ট্যাংকারের পরিবহণ ভাড়া (প্রতি বছর প্রতিটন প্রতি নটিক্যাল মাইল দশমিক শূন্য ৯ টাকা হারে) ত্রি-বার্ষিক ভিত্তিতে (৩দ্ধ০.০৯)=০.২৭ টাকা বৃদ্ধি পাবে। জ¦ালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সময় থেকে উপর্যুক্ত ফর্মুলা স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে। পদ্মা, মেঘনা এবং যমুনার জ¦ালানি তেল পরিবহণ করা সব কোস্টাল ট্যাংকার, বে-ক্রসিং শ্যালো ড্রাফট, শ্যালো ড্রাফট ট্যাংকারের জন্য এই ভাড়া প্রযোজ্য হবে।
আরও পড়ুন
কর বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড
আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা, আসবাবকে বর্ষপণ্য ঘোষণা