অনলাইন ডেস্ক :
আসছে তৌসিফ-তিশা জুটির নাটক ‘ভালোবাসি তবুও’। এটি নির্মাণ করেছেন প্রবীর রায় চৌধুরী। নাটকটিতে সিয়াম চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর মিথি চরিত্রে তানজিন তিশা। নির্মাতা জানান, প্রেমের জন্য অন্যরকম এক যুদ্ধ রয়েছে এই গল্পে। যাতে দেখা যাবে, বিধ্বস্ত অবস্থায় বিমানবন্দর থেকে বের হয়েই একটা ফোনের দোকান থেকে মনের মানুষ মিথিকে ফোন করে সিয়াম। মিথি সিয়ামের ফোনটা পেয়ে অবাক হলো, যেন এই ফোনটা সে আশেই করেনি। নির্মাতা বলেন, ‘গল্পের শুরু এমন হলেও শেষটা অন্যরকম।
যে গল্পের বাঁকে বাঁকে রয়েছে প্রেমের জন্য নীল বেদনা। আশা করছি, উৎসবে নতুন মাত্রা যোগ করবে এই গল্পটি। এতে তৌসিফ ও তিশা অনবদ্য অভিনয় করেছেন। যা দেখলেই দর্শকরা অনুভব করবেন।’ তৌসিফ মনে করেন, এমন চরিত্রনির্ভর গল্প সচরাচর মেলে না, যেখানে অভিনয় করার প্রচুর সুযোগ থাকে। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ইউটিউবে ‘ভালোবাসি তবুও’ উন্মুক্ত হবে বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়।

আরও পড়ুন
হঠাৎ দেখা দিলেন নব্বই দশকের মডেল রিয়া
১৮ দিনেই ১ লাখ ৩০ হাজার কোটি আয় করল ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’
দুইবার হার্ট অ্যাটাকের পর এবার স্ট্রোক করলেন সংগীতশিল্পী তৌসিফ