December 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 20th, 2025, 7:54 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা দুই দিন কমানো হয়েছে। একই সঙ্গে আপিল নিষ্পত্তির সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তফসিলসংক্রান্ত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংশোধন জারি করে নির্বাচন কমিশন।

ইসির সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সূচি আগের ৫ থেকে ১১ জানুয়ারি (সোমবার থেকে রোববার) পরিবর্তন করে ৫ থেকে ৯ জানুয়ারি (সোমবার থেকে শুক্রবার) নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, আপিল নিষ্পত্তির সময় আগের ১২ থেকে ১৮ জানুয়ারি (সোমবার থেকে রোববার) পরিবর্তন করে ১০ থেকে ১৮ জানুয়ারি (শনিবার থেকে পরের সপ্তাহের রোববার) পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীনে সংসদ গঠনের লক্ষ্যে জাতীয় সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন আয়োজন প্রয়োজন। সে অনুযায়ী গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদ গঠনের উদ্দেশ্যে প্রতিটি নির্বাচনী এলাকা থেকে একজন করে সংসদ সদস্য নির্বাচনের জন্য ভোটারদের আহ্বান জানাচ্ছে এবং নির্বাচনের নিম্নোক্ত সময়সূচি ঘোষণা করছে।

সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর, সোমবার। মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর, মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি, রোববার পর্যন্ত।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি, সোমবার থেকে ৯ জানুয়ারি, শুক্রবার পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি, শনিবার থেকে ১৮ জানুয়ারি, রোববারের মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, মঙ্গলবার। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি, বুধবার।

আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ করা হবে।

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের জন্য এখনো ১০ দিন সময় রয়েছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এনএনবাংলা/