January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 23rd, 2021, 7:34 pm

ত্রিকোণ প্রেমের গল্প ‘আতরাঙ্গি রে’

অনলাইন ডেস্ক :

সারা আলী খানের বয়স সবে ২৬। তার বাবা বলিউড তারকা সাইফ আলী খান যখন ১৯৯৪ সালে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ ছবিতে অভিনয় করছিলেন তখন সারার জন্মই হয়নি। সেই ছবিতে সারার বাবা সাইফের সঙ্গে জুটি বেঁধে আরেকটি প্রধান ভূমিকায় সমান্তরাল চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের খিলাড়ি নায়ক অক্ষয় কুমার। অভিনয়ের বাইরে বলিউডের এই দুই জনপ্রিয় অভিনেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে সেই সময় থেকেই। অক্ষয় কুমার সাইফ পত্নী, কারিনা কাপুর খানের সঙ্গে জুটি বেঁধে বহু ছবিতে অভিনয় করেছেন। কারিনা সম্পর্কে সারা আলী খানের সৎ মা। তন্বী নায়িকা সারা এবার তার বাবার সহকর্মী, বন্ধু এবং সৎ মা অভিনেত্রী কারিনার পর্দা-প্রেমিক অক্ষয় কুমারের বিপরীতে রূপালি পর্দায় আসছেন। মজাদার ত্রিকোণ প্রেমের কাহিনি ‘আতরেঙ্গি রে’ ছবিতে সারার সঙ্গে অক্ষয় কুমার ও ধনুশকে দেখা যাবে। এটি আদ্যপান্ত প্রেমের ছবি। ত্রিকোণ প্রেমের এই গল্পের শুরু থেকেই টুইস্ট। অক্ষয় অভিনয় করেছেন বিবাহিতা তরুণী সারার প্রেমিক চরিত্রে। সারা আলী খানের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য অপহরণ করে আনা হয় তামিল ছেলে ধনুশকে। তার সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় সারার। যা কেউই মেনে নিতে পারেনি। অগত্যা দিল্লি এসে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ারই সিদ্ধান্ত নেন তারা। কারণ, সারা যে অন্য কাউকে ভালোবাসেন। ২১ বার বাড়ি থেকে পালিয়েছে সে। সব মিলিয়ে সারার চরিত্র বেশ বর্ণময়। ছবিতে রিঙ্কু সূর্যবংশীর ভূমিকায় রয়েছেন সারা আলী খান। এই ছবির সুবাদেই প্রথমবার অক্ষয়ের সঙ্গে কাজ করলেন সারা। আগামীকাল শুক্রবার ডিজনি হটস্টারে মুক্তি পাচ্ছে ছবিটি। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে কাজ করতে গিয়ে অনেক মজা পেয়েছেন বলে জানিয়েছেন বলিউডের জনপ্রিয় নতুন তারকাদের একজন সারা। অভিনেতা পিতার সহকর্মী ও বন্ধু অক্ষয় কুমারের সঙ্গে রোমান্টিক জুটি বেঁধে অভিনয়ের সুবাদে এই অভিনেত্রী বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছেন। ইদানীং সবার কৌতূহল মুক্তি প্রতীক্ষিত ‘আতরাঙ্গি রে’ ছবিটিকে ঘিরে। পর্দায় অক্ষয়ের বিপরীতে নায়িকা হিসেবে সারাকে কেমন দেখাবেÑ তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। তবে বলিউড ঝড় তোলা এই তারকাকন্যা বিষয়টিকে নতুন এক বিশেষ অভিজ্ঞতা হিসেবে সহজভাবে গ্রহণ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা বলেন, ‘ছবির গল্প যেমন ডিমান্ড করেছে সে অনুযায়ী কাজ করেছি। তিনি আমার বাবার বন্ধু কিংবা সহকর্মী এবং আমার সৎ মায়ের পর্দা নায়কÑ এসব বিষয় মাথায় রাখিনি অভিনয়ের সময়। আশা করি, পর্দায় অক্ষয় কুমারের প্রেমিকা হিসেবে আমাকে দর্শক সহজভাবেই গ্রহণ করবেন।’ প্রথম ছবি ‘কেদারনাথ’ এবং পরে ‘সিম্বা’র জন্য প্রশংসা পেলেও ‘লাভ আজকাল’র জন্য কড়া সমালোচনাও হজম করতে হয়েছে তাকে। অনেকেই সারার মধ্যে মা অমৃতা সিংহের ছায়া দেখতে পান। এ প্রসঙ্গে সারা বলেন, ‘মা আমার প্রিয় বন্ধু। অভিনেত্রী হিসেবেও দুর্দান্ত। আর মা খুব সুন্দরী। তাই মায়ের সঙ্গে আমার কেউ এতটুকু মিল খুঁজে পেলে, আমার দারুণ লাগে। সত্যি নিজেকে ধন্য বলে মনে করি।’ ব্যক্তিগত জীবনে কতটা ‘আতরেঙ্গি’Ñ এ প্রসঙ্গে সারা বলেন, ‘আমি মনেপ্রাণে ‘আতরেঙ্গি’। আমার মনে যা আসে, তা আমি সরাসরি বলে দিতে পারি। বিনা মেকআপে সাক্ষাৎকার দিতে যেতে পারি। নিজেই যদি নিজেকে গ্রহণ করতে না পারি, তবে অন্য কেউ কীভাবে আমাকে মেনে নেবে?’ ‘আতরেঙ্গি রে’ ছবির গান ‘চকাচক’ ইতিমধ্যেই জিতে নিয়েছে মানুষের মন। এই গানে নাচ করেছেন সারা। ৯৬ কেজি ওজনের সারা সিনেমা জগত থেকে অনেক দূরে ছিলেন। কিন্তু হঠাৎ করেই সারা সকলকে চমকে দিয়ে সব ওজন ঝরিয়ে এন্ট্রি নেন ‘কেদারনাথ’ ছবিতে। সুশান্তের সঙ্গে সারাকে দেখে সকলেই চমকেছিলেন। তবে এই ওজন কমিয়ে ডানাকাটা পরী হওয়া কিন্তু মুখের কথা নয়। তার জন্য সারাকে যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে।