অনলাইন ডেস্ক :
‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির পোস্টার ও টিজার প্রকাশ করেছে মার্ভেল। এটি ‘থর’ সিরিজের চতুর্থ ছবি। পরিচালনা করেছেন তাইকা ওয়েইতিতি। ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির নামভূমিকায় অভিনয় করেছেন ক্রিস হেমসওর্থ। এই ছবির মাধ্যমে আবারও মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ফিরেছেন নাটালি পোর্টম্যান। তাকে থরের সাবেক প্রেমিকা জেন ফোস্টারের চরিত্রে দেখা যাবে। তিনি শক্তিশালী থর চরিত্রে হাজির হচ্ছেন, টিজারে তেমন ইঙ্গিতই দেওয়া হয়েছে। ভ্যারাইটি সাময়িকী জানিয়েছে, ‘লাভ অ্যান্ড থান্ডার’ ছবির কাহিনি নেওয়া হয়েছে জ্যাসন অ্যারনের কমিক বই ‘দ্য মাইটি থর’ থেকে। ছবিটি মুক্তি দেওয়া হবে আগামী (৮ জুলাইয়ে)।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত