September 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 5th, 2025, 4:48 pm

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল

 

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির রক্ষণশীল বিরোধী দল ভূমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে এমপিদের ভোটে দুই বছরের মধ্যে থাইল্যান্ডে তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

থাইল্যান্ডের পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের মোট আসনসংখ্যা ৪৯২। জয়ের জন্য কমপক্ষে ২৪৭টি ভোট প্রয়োজন হলেও অনুতিনের পক্ষে ভোট দিয়েছেন ৩১১ জন এমপি।

অন্যদিকে অনুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন থাইল্যান্ডের বৃহত্তম রাজনৈতিক দল পিউ থাই পার্টির জ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতা চাইকাসেম নিতিসিরি। তিনি ভোট পেয়েছেন ১৫২টি। আর ২৭ জন এমপি ভোটদানে বিরত ছিলেন।

এর আগে ক্ষমতাসীন ফিউ থাই পার্টির পেতংতার্ন সিনাওয়াত্রাকে গত মাসে ‘নীতিশাস্ত্র কেলেঙ্কারির’ কারণে বরখাস্ত করেছিল থাইল্যান্ডের সাংবিধানিক আদালত।

প্রবীণ নেতা অনুতিনের এই জয় সিনাওয়াত্রা বংশের জন্য আরেকটি ধাক্কা। গত দুই দশক ধরে থাই রাজনীতির মূল ভিত্তি ছিল এই বংশটি।

এদিকে, রাজবংশের প্রধান থাকসিন সিনাওয়াত্রা শুক্রবারের ভোটের কয়েক ঘণ্টা আগে থাইল্যান্ড থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে যান।

প্রসঙ্গত, অনুতিন একসময় ফিউ থাই জোটকে সমর্থন করেছিলেন। কিন্তু প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধের সময় সিনাওয়াত্রার আচরণের ওপর আপাত ক্ষোভের বশবর্তী হয়ে সম্প্রতি জোট ত্যাগ করেন।

এনএনবাংলা/