December 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 24th, 2025, 7:26 pm

থাইল্যান্ডের বিপক্ষে বড় হার নারী ফুটবল দলের

ছবি: বাফুফে

 

থাইল্যান্ড সফরে দুই প্রীতি ম্যাচের সিরিজে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে পিটার বাটলারের শিষ্যরা।

শুক্রবার (২৪ অক্টোবর) ব্যাংককের থুনবুরি ইউনিভার্সিটি ফুটবল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচটি ছিল ফিফা স্বীকৃত। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও থাই ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচটি ক্লোজড ডোরে আয়োজন করায় সরাসরি সম্প্রচার হয়নি। ফলে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা মাঠের লড়াই সরাসরি দেখতে পারেননি।

ফিফা র‌্যাংকিংয়েও থাইল্যান্ড বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে—তাদের অবস্থান ৫৩, আর বাংলাদেশের ১০৪। ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলে পিছিয়ে পড়ে ঋতুপর্ণা-শামসুন্নাহাররা। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করলেও উল্টো আরও দুটি গোল হজম করতে হয় লাল-সবুজদের।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। বড় মঞ্চের আগে নিজেদের ঝালিয়ে নিতে এই দুটি প্রীতি ম্যাচ খেলছে তারা।

প্রায় সাড়ে তিন মাস পর মাঠে নামলো বাংলাদেশের মেয়েরা। সর্বশেষ তারা গত জুলাইয়ে এএফসি বাছাইপর্বে তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলেছিল, যেখানে ৭-০ গোলের জয়ে দুর্দান্তভাবে উত্তীর্ণ হয়েছিল দলটি।

আগামী ম্যাচে আরও শক্তভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই দ্বিতীয় প্রীতি ম্যাচে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল।

এনএনবাংলা/