নিজস্ব প্রতিবেদক:
করোনা সংক্রমণ পরিস্থিতিতে থাইল্যান্ডে আটকে পড়া ৬১ বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা পৌঁছান।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, থাইল্যান্ডে আটকে পড়া ৬১ বাংলাদেশির সঙ্গে থাইল্যান্ডসহ অন্য দেশের নাগরিকরাও রয়েছেন।
এদিকে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে সহায়তার জন্য থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল হাই।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে এ নিয়ে গত এক বছরে ১৪ দফায় থাইল্যান্ড থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হলো।
আরও পড়ুন
সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
অগ্নিকান্ডে মিঠাপুকুরের নয়ন একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবার