December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 30th, 2021, 1:39 pm

থাইল্যান্ডে আটকে পড়া ৬১ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছে

নিজস্ব প্রতিবেদক:

করোনা সংক্রমণ পরিস্থিতিতে থাইল্যান্ডে আটকে পড়া ৬১ বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা পৌঁছান।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, থাইল্যান্ডে আটকে পড়া ৬১ বাংলাদেশির সঙ্গে থাইল্যান্ডসহ অন্য দেশের নাগরিকরাও রয়েছেন।

এদিকে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে সহায়তার জন্য থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল হাই।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে এ নিয়ে গত এক বছরে ১৪ দফায় থাইল্যান্ড থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হলো।