অনলাইন ডেস্ক :
এবারের ঈদটা দেশের বাইরেই করতে হচ্ছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। এর আগে ঈদের সময়টাতে ব্যাংককে হওয়ার কথা ছিল কলকাতার ছবি ‘বিবাহ অভিযান ২’-এর শুটিং। কিন্তু রাজনৈতিক জটিলতায় তা ফারিয়ার এ ছবির কাজ বাতিল হয়ে যায়। তখন তিনি পরিকল্পনা করেন দেশে ঈদ করার। তবে তা আর হচ্ছে না। কারণ আরও একটি ছবির শুটিংয়ে গত সোমবার কলকাতা পাড়ি দিয়েছেন এই নায়িকা। সেখানে মঙ্গলবার (৫ জুলাই) থেকে অংশ নিচ্ছেন রাজ চন্দ পরিচালিত ‘ভয়’ ছবির। বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। তিনি মঙ্গলবার বলেন, ‘দেশেই ঈদ করবো ভেবেছিলাম। তবে শেষ মুহূর্তে জানতে পারি কলকাতায় শুটিং ইউনিট প্রস্তুত। তাই সেখানেই শুটিংয়ে অংশ নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘মাঝখানে করোনা আক্রান্ত হয়েছিলাম। গত রোববার নেগেটিভ রিপোর্ট হাতে পেয়েছি। খবরটা জানাতেই তারা শুটিংয়ের পরিকল্পনা করে ফেলেন।’ জানা যায়, ১৬ জুলাই পর্যন্ত চলবে শুটিং ও ডাবিংয়ের কাজ। ছবিটির শুটিং এর আগে ভারতের বিহার ও কলকাতায় হয়েছে। এতে ফারিয়ার বিপরীতে আছেন অঙ্কুশ হাজরা।
আরও পড়ুন
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির