January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 23rd, 2025, 12:02 pm

থাইল্যান্ডে সমলিঙ্গের বিয়ের আইন কার্যকর

বিয়ে নিবন্ধনের পর ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন এক থাই জুটি ছবি: এএফপি

অনলাইন ডেস্ক:

থাইল্যান্ডে আজ বৃহস্পতিবার সমলিঙ্গের বিয়ের আইন কার্যকর হয়েছে।

গত বছরের জুনে থাইল্যান্ডের পার্লামেন্টে সমলিঙ্গের বিয়ের বিল পাস হয়। এশিয়ায় তাইওয়ান ও নেপালের পর তৃতীয় দেশ হিসেবে থাইল্যান্ডে এমন বিল পাস হয়। গত সেপ্টেম্বরে থাই রাজা মহা ভাজিরালংকর্ন বিলটি অনুমোদন করেন। অনুমোদনের ১২০ দিন পর আইনটি কার্যকর হলো।

আইনটি কার্যকর হওয়ার পর থাইল্যান্ডের এক সুপরিচিত সমলিঙ্গের জুটি বিয়ে করেছেন। তাঁর দুজনই অভিনয় পেশায় আছেন। ব্যাংককের একটি বিবাহ নিবন্ধন কার্যালয়ে তাঁদের বিয়ের নিবন্ধন হয়। পরে তাঁদের বিয়ের সনদ হস্তান্তর করা হয়।
এই জুটি বলেন, তাঁরা এ অধিকারের জন্য বহু বছর ধরে লড়াই করেছেন। আজ একটি স্মরণীয় দিন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডে আজ আইনটি কার্যকর হওয়ায় দেশটির শত শত সমলিঙ্গের জুটি বিয়ে করতে যাচ্ছেন।

অন্যদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়, সারা দেশে এক হাজারের বেশি সমলিঙ্গের জুটি বিয়ে করবেন।

আজ সমলিঙ্গের বিয়ের সবচেয়ে বড় অনুষ্ঠানগুলোর একটি হচ্ছে ব্যাংককের একটি বিলাসবহুল বিপণিকেন্দ্র। সেখানে ১০০টির বেশি সমলিঙ্গের জুটি বিয়ে করবেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, স্রেথা থাভিসিন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকাকালে আইনটি পাস হয়েছিল। আজ আইনটি কার্যকর হওয়ায় তিনি অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, সবার প্রয়াসে সমলিঙ্গের বিয়ে সত্যিই সম্ভব হয়েছে।

২০০১ সালে নেদারল্যান্ডস প্রথম সমলিঙ্গের বিয়ে অনুমোদন দেয়। এরপর ৩০টির বেশি দেশ সমলিঙ্গের বিয়েকে বৈধতা দিয়েছে।

সূত্র : এএফপি ও বিবিসি ব্যাংকক