January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 13th, 2023, 8:23 pm

থাইল্যান্ডে সেমি-ফাইনালে ইমরানুর

অনলাইন ডেস্ক :

থাইল্যান্ডের ট্র্যাকে আলো ছড়াচ্ছেন ইমরানুর রহমান। এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টের সেমি-ফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব। ব্যাংককে জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে এক নম্বর হিটে ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন ইমরানুর। নিজের হিটে দ্বিতীয় এবং সব মিলিয়ে ষষ্ঠ হয়ে সেমি-ফাইনালে উঠেছেন তিনি।

১০.১০ সেকেন্ড টাইমিং করে হিটে প্রথম হয়েছেন জাপানের প্রতিযোগী হিরোকি ইনাগিতা। থাইল্যান্ডে অবশ্য ব্যক্তিগত সেরা টাইমিং ছাপিয়ে যেতে পারেননি ইমরানুর। ১০.২২ সেকেন্ডের ব্যক্তিগত সেরা টাইমিং তিনি করেছিলেন বিশ্ব অ্যাথলেটিকসের প্রস্তুতিতে। শুক্রবার হবে সেমি-ফাইনাল।