অনলাইন ডেস্ক :
থাইল্যান্ডের ট্র্যাকে আলো ছড়াচ্ছেন ইমরানুর রহমান। এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টের সেমি-ফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব। ব্যাংককে জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে এক নম্বর হিটে ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন ইমরানুর। নিজের হিটে দ্বিতীয় এবং সব মিলিয়ে ষষ্ঠ হয়ে সেমি-ফাইনালে উঠেছেন তিনি।
১০.১০ সেকেন্ড টাইমিং করে হিটে প্রথম হয়েছেন জাপানের প্রতিযোগী হিরোকি ইনাগিতা। থাইল্যান্ডে অবশ্য ব্যক্তিগত সেরা টাইমিং ছাপিয়ে যেতে পারেননি ইমরানুর। ১০.২২ সেকেন্ডের ব্যক্তিগত সেরা টাইমিং তিনি করেছিলেন বিশ্ব অ্যাথলেটিকসের প্রস্তুতিতে। শুক্রবার হবে সেমি-ফাইনাল।
আরও পড়ুন
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন