অনলাইন ডেস্ক :
আড়াল ভেঙে আবার বড় পর্দায় ফিরতে চলেছেন দেশের বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। থ্রিলার সিনেমার হাত ধরেই হচ্ছে তার প্রত্যাবর্তন। সিনেমার নাম ‘ওয়ান ইলেভেন’। সিনেমাটি পরিচালনা করছেন কামরুল ইসলাম রিফাত। প্রযোজনা প্রতিষ্ঠান মিডিয়া পোস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইতোমধ্যে ‘ওয়ান ইলেভেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আফজাল হোসেন। ধুরন্ধর রহস্য রোমাঞ্চকর ইতিহাসকে আতশ কাঁচের নিচে ফেলতেই স্পষ্ট দেখা মেলে নায়ক, খলনায়ক, পুলিশ, গোয়েন্দা, লেখক, গণমাধ্যম আর কিছু অসমাপ্ত প্রশ্নের ভুলভ্রান্তিতে ভরা উত্তর। এই সিনেমা সে গল্পও বলে। হুমায়ুন কবির বিশ্বাসের গল্পে সিনেমাটির সংলাপ করেছেন মোজাফফর হোসেন। আর চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন গুণী চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব