September 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 20th, 2025, 4:53 pm

দক্ষতা ও উদ্যম থাকলে সীমিত সম্পদ দিয়েও সফল উদ্যোক্তা হওয়া যায়

রংপুর ব্যুরো:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম বলেছেন, দক্ষতা ও উদ্যম থাকলে একজন ব্যক্তি সীমিত সম্পদ দিয়েও সফল উদ্যোক্তা হতে পারেন। সততা ও প্রচেষ্টাকে সফল উদ্যোক্তা হওয়ার চাবিকাঠি উল্লেখ করে তিনি বলেন, য্বুদের শুধু চাকরির পিছনে না ছুটে তারুণ্য শক্তি ও সৃজনশীল জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মী হিসাবে প্রতিষ্ঠা করতে হবে।
গতকাল শনিবার (২০শে সেপ্টেম্বর) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার যুব সংগঠক, প্রশিক্ষণার্থী ও আত্মকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রংপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এই সভার আয়োজন করে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে যুব ও ক্রীড়া সচিব বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে হবে। সফল উদ্যোক্তা হতে গেলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। ব্যবসায় প্রতিবন্ধকতা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবন্ধকতা আসবেই কিন্তু বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে সেই প্রতিন্ধকতা মোকাবিলা করতে হবে।
আউটসোর্সিংয়ে যুব উন্নয়নের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে প্রশিক্ষণার্থীরা যাতে আউটসোর্সিংয়ে দক্ষতা অর্জন করতে পারে, সেজন্য যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে আসছে। অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে আত্ম-কর্মসংস্থান ও অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে তিনি বেকার যুবদের প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। যুবরা যাতে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারে, এজন্য অধিদপ্তর উদ্যোক্তা ঋণের পরিমাণ বৃদ্ধি করেছে। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তর চব্বিশের গণঅভ্যুত্থানে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের আওতায় ৫৪৩ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে।
রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্মসচিব ও পরিচালক (প্রশাসন) এম এ আখের, রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল ফারুক। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণার্থী, আত্মকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।