অনলাইন ডেস্ক :
পাঁচদিনের সরকারি সফরে রবিবার রাতে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরে জেনারেল শফিউদ্দিন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
সফরকালে বাংলাদেশ সেনাপ্রধান দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষামন্ত্রী, জয়েন্ট চিফস অব স্টাফ, সেনা ও বিমান বাহিনী প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
জেনারেল শফিউদ্দিন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক নিয়েও আলোচনা করবেন।
২৩ অক্টোবর সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন
কর্মস্থলে ‘তুই-তুমি’ সম্বোধন বন্ধের সুপারিশ কমিশনের
যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে আজ
হঠাৎ কক্সবাজারে পরীমণি! কাকে দিলেন সারপ্রাইজ?