October 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 19th, 2025, 6:29 pm

দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

 

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রোববার গাজার দক্ষিণাঞ্চলে অন্তত দু’বার বিমান হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা অবশ্য পাল্টা অভিযোগ করেছেন যে, হামাস যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে। তার দাবি, হামাসের যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে স্নাইপার গুলি ও রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করেছে।

ফরাসি সংবাদমাধ্যম এএফপি জানায়, দক্ষিণ রাফাহ শহরের ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী দুই ফিলিস্তিনি জানান, সংঘর্ষের পর ওই এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে দু’বার হামলা চালানো হয়।

যদিও ইসরায়েলি ওই কর্মকর্তা বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেননি, তবে তিনি বলেন, ঘটনাগুলো “ইয়েলো লাইনের” পূর্বদিকে, ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় ঘটেছে— যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাফাহসহ দক্ষিণ গাজার বিভিন্ন স্থানে এখনো অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। দেশটির টেলিভিশন চ্যানেল ১২ জানিয়েছে, দক্ষিণ গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের মধ্যে ফোনালাপ চলছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যমও জানিয়েছে, হামাস সদস্যদের সঙ্গে সংঘর্ষের পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে।

অন্যদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গাজার রাফাহ এলাকায় বর্তমানে হামাস যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে। সেখানে একটি আইইডি (বিস্ফোরক ডিভাইস) বিস্ফোরণের ঘটনাও ঘটেছে, যাতে ইসরায়েলি সৈন্যদের হতাহতের খবর পাওয়া গেছে।

সূত্রমতে, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনীর সঙ্গে কাজ করা এক স্থানীয় গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হামাসের অভিযান ঘিরেই নতুন করে এই সংঘর্ষ শুরু হয়েছে। ফিলিস্তিনিদের কাছে ওই মিলিশিয়া গোষ্ঠীর সদস্যরা ঘৃণিত বলে বিবেচিত, কারণ তারা ইসরায়েলি সেনাদের সহায়তা করে এসেছে।

ধারণা করা হচ্ছে, গোষ্ঠীটির সদস্যদের আটক করতে হামাস ওই এলাকায় অভিযান চালাতে চাইছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: এএফপি, আল জাজিরা।

এনএনবাংলা/