অনলাইন ডেস্ক :
কয়েক বছর ধরেই দক্ষিণ ভারতের তারকাদের জয়জয়কার চলছে। ওটিটি প্ল্যাটফর্মের কল্যাণে ফাহাদ ফাসিল, রাশমিকা মানদানা, সামান্থা রুথ প্রভু এখন ভারতজুড়েই চেনা নাম। এর মধ্যে গেল বছরের শেষে আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পাÑদ্য রাইজ’ দুর্দান্ত ব্যবসা করেছে। পেয়েছে বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবির তকমা। কেবল তামিল-তেলেগু নয়, ছবিটির হিন্দি সংস্করণ সমানভাবে দেখেছে দর্শক। ১৪ জানুয়ারি ওটিটিতে মুক্তির পর ছবির জনপ্রিয়তা ছড়িয়ে গেছে সারা বিশ্বে। ‘পুষ্পা’র সাফল্যের পর এবার দক্ষিণী তারকাদের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা রানাওয়াত। এক ইনস্টাগ্রাম পোস্টে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী লিখেছেন, ‘বিশেষ কিছু কারণে দক্ষিণী কনটেন্ট ও তারকাদের নিয়ে এত উন্মাদনা। প্রথমত তারা ভারতীয় সংস্কৃতির সঙ্গে খুব নিবিড়ভাবে যুক্ত। তারা তাদের পরিবার ভালোবাসে, সম্পর্ককে গুরুত্ব দেয়। তাদের জীবনযাপন প্রচলিত ভারতীয় ঘরানার, পশ্চিমাদের মতো নয়। এ ছাড়া তাদের পেশাদারি মনোভাব ও কাজের প্রতি ভালোবাসার কোনো তুলনা নেই।’ তবে বলিউডের নানা সমস্যা নিয়ে সব সময় সোচ্চার কঙ্গনা দক্ষিণী তারকাদের সতর্ক করে কিছু পরামর্শও দেন, ‘বলিউড তাদের ধ্বংস করে দিতে পারে, তাদের [দক্ষিণী তারকাদের] উচিত নয় বলিউডকে সে সুযোগ দেওয়া।’ ২০২২ সালে বেশ কয়েকটি বহুলপ্রতীক্ষিত দক্ষিণ ভারতীয় ছবি আছে মুক্তির অপেক্ষায়। এগুলোর মধ্যে আছে ‘আরআরআর’, ‘রাধে শ্যাম’, ‘আদিপুরুষ’, ‘কেজিএফ ২’ ইত্যাদি।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
আরও পড়ুন
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল