December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 15th, 2024, 10:31 pm

দক্ষিণ সুরমায় তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

এস এ শফি, সিলেট :
সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের জাফরাবাদ এলাকায় অসহায় লোকজনের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি নেতারা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী। তিনি বলেন, গণখুনি শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে।
হাসিনা দেশকে অস্থিতিশীল করতে চাইছেন। দেশবাসী এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, দীর্ঘ দেড় দশক থেকে ভোটাধিকার বঞ্চিত মানুষ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। রাষ্ট্রের সার্বিক অবস্থা স্থিতিশীল রাখতে এবং মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে অতিদ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংষ্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন দেয়া এখন সময়ের দাবি।
এতে করে মানুষ নিজেদের ভোটাধিকার ফিরে পাবে। আর রাজনৈতিক ও নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় থাকলে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করা সহজ হবে।
লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জিলা মিয়া মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, তাজরুল ইসলাম তাজুল, কোহিনূর আহমেদ, লোকমান আহমদ, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, ফজলে আহসান রাব্বি, সফিক আলী, নুর আলী, আশিক আলী, আবুল হোসেন প্রমুখ।