January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 15th, 2022, 6:31 pm

দক্ষিণ সুরমায় বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অবঃ) আব্দুল হাফিজ এর দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি, সিলেট:

দক্ষিণ সুরমার বিশিষ্ট সমাজসেবী,শিক্ষানুরাগী ও শালিস ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অবঃ) আব্দুল হাফিজ এফ এম এর দাফন সম্পন্ন হয়েছে। ১৫ জুলাই শুক্রবার দুপুর সাড়ে বারোটায় বলদী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
এসময় দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নূসরাত লায়লা নীরা, বিজিবি ৪৮ সিলেট ব্যাটালিয়ন সুবেদার কবির আহমদ, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) সুমন চৌধুরী, সিলেট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইরর্শাদ আলী,দক্ষিণ সুরমা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী উপস্হিত ছিলেন।
বাদ জুমআ বলদী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জানাজাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মরহুমের কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব,দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান,দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুলআলম,লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী,দক্ষিণ সুরমা সরকারি কলেজ এর অধ্যক্ষ মতিউর রহমান,দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন রাসেল,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তফজ্জুল ইসলাম,জেলা বিএনপি নেতা লোকমান আহমদ,মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল ইসলাম।
উল্লেখ্য সুবেদার মেজর (অব)আব্দুল হাফিজ ১৪ জুলাই বৃহস্পতিবার রাত ৮.৫০ মিনিটে বলদীস্হ নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মরহুম আব্দুল হাফিজ দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি,বলদী ইবতেদয়ী মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতিসহ তিনি বহু সমাজসেবা শিক্ষামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিশিষ্ট সমাজসেবী,শিক্ষানুরাগী ও শালিস ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অবঃ) আব্দুল হাফিজ এর মৃত্যুতে সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব,দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান,দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী,দক্ষিণ সুরমা সরকারি কলেজ এর অধ্যক্ষ মতিউর রহমান, সাবেক অধ্যক্ষ শামছুল ইসলাম, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক এস এ শফি, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।