September 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 4th, 2025, 6:13 pm

দরিদ্র অসহায় নারীদের মাঝে বিনামূল্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ

রংপুর ব্যুরো:

দরিদ্র,অসহায় নারীদের মাঝে বিনামূল্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল  বিতরণ করা হয়েছে। গতকাল  বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় লালমনিরহাট জেলায়  কালীগঞ্জ উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ )এর অর্থায়নে প্রফিট ফাউন্ডেশনের উদ্যোগে কালীগঞ্জ উপজেলায় দুটি গ্রামের প্রত্যন্ত বিতরণ করেন কালীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ জাকিয়া সুলতানা।

এতে সভাপতিত করেন পিএফ এর নিবার্হী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ। বিনামূল্যে ব্ল্যাকবেঙ্গল ছাগলের বিশেষ অতিথি কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফেরদৌসুর রহমান ও লালমনিরহাট জেলার সমাজসেবা অফিসার (রেজিঃ) সুকান্ত সরকার ও দলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন , প্রফিট ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছাঃ মোতাহারা বেগম, ফিল্ড অফিসার মোছাঃ মুন্নি বেগম, ভলান্টিয়ার মোছাঃ সুজিতা নাজমিন প্রমুখ ।

সংস্থার  নির্বাহী পরিচালক জানান যে আমাদের এই কার্যক্রম আগামীতে কালীগঞ্জ উপজেলায় প্রত্যেকটি এলাকায় আরো ব্যাপকভাবে বাস্তবায়ন করা হবে।