January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 24th, 2023, 7:36 pm

দর্শকের অনুমান সত্যি হল

অনলাইন ডেস্ক :

নেট দুনিয়ায় চলছে এখন শাহরুখের ‘জওয়ান’র ঝড়! একের পর এক চমক দেখাচ্ছে শাহরুখের আসন্ন এই ছবি। তারই মাঝে রোববার প্রকাশ্যে এলো ছবিটির নতুন একটি পোস্টার। যেখানে দেখা গেল তীব্র এবং ক্ষিপ্ত এক জোড়া চোখের চাহনি! ‘জওয়ান’ এর প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের তরফ থেকে পোস্টারটি শেয়ার করে নির্মাতা এর ক্যাপশনে লিখেছেন, ‘এই চোখ আপনাদের তীক্ষ্ণভাবে দেখছে। তাই সাবধান।’ যদিও ছবিতে থাকা ব্যক্তির সম্পর্কে কিছু জানায়নি। পোস্টারে থাকা এই চোখের ব্যক্তিকে ঘিরে ভক্তরা নানা অনুমান করতে শুরু করেছেন। অনেকেই মনে প্রশ্ন জেগেছে, পোস্টার থাকা এই ব্যক্তিটি কে হতে পারে? নেটিজেনদের অধিকাংশই ধারণা এটি দক্ষিণী তারকা বিজয় সেতুপতি হতে পারেন।যদিও ছবিতে বিজয়ের ভূমিকা সম্পর্কে এখনও বিশদভাবে কিছু জানা যায়নি।

তবে চারিদিকে গুজব রয়েছে যে তিনি ছবিতে একজন খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন! তীক্ষ্ণ চোখের মানুষটি নিয়ে সত্যি হলো দর্শকের অনুমান! রোববার যে তীক্ষ্ণ চোখের ছবি দিয়েছিলো রেড চিলিজ, সোমবার প্রকাশ করলো জওয়ান এর নতুন পোস্টার। যেখানে দেখা গেছে বিজয় সেতুপতিকেই! তাকে পরিচয় করিয়ে দেয়া হয়েছে ‘দ্য ডিলার অব ডেথ’ হিসেবে! রেড চিলিজ এন্টারটেইনমেন্ট উপস্থাপনায় ‘জওয়ান’ ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি এবং প্রযোজনা করেছেন গৌরী খান এবং সহ-প্রযোজনা করেছেন গৌরব ভার্মা। ছবিটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সূত্র: পিঙ্কভিলা