অনলাইন ডেস্ক :
সময়ের পালা বদলে বিবর্তন ঘটেছে বিনোদন দুনিয়ায়। এখন শুধু টেলিভিশনের সামনে কিংবা সিনেমা হলে বসে নাটক-সিনেমা দেখা নয়, হাতের মুঠোয় চলে এসেছে বিনোদনের নানা মাধ্যম। এর মধ্যে অন্যতম ওটিটি প্ল্যাটফর্মগুলো প্রকাশ করছে বেশ কিছু ওয়েবসরিজ ও সিনেমা। এসব কনটেন্টে অভিনয় করেছেন দেশের নন্দিত অভিনয়শিল্পীরা। টেলভিশন-সিনেমা হলের দর্শক এখন ওটিটিতেই মত্ত। দিনকে দিন জনপ্রিয়তা বাড়ছে এর। বাংলাদেশে এখন এমন স্ট্রিমিং প্ল্যাটফর্মের সংখ্যা ১১টি। এগুলো হলো চরকি, বঙ্গ বিডি, বিঞ্জ, বায়োস্কোপ, সিনেম্যাটিক, আই স্ক্রিন, দীপ্ত প্লে, বাংলাফ্লিক্স, টফি, টেলিফ্লিক্স এবং সিনেস্পট। এ ছাড়া বাংলাদেশে এখন দেখা যাচ্ছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, হইচই, আড্ডা টাইমস, ডিজনি প্লাস হটস্টার প্রভৃতি বিদেশি ওটিটি। সারা বছর তো বটেই ঈদের আয়োজনেও সরব থাকে এসব অনলাইন প্ল্যাটফর্ম।
তারই ধারাবাহিকতায় গত রোজার ঈদের মতো আসছে কোরবানির ঈদের দর্শক মাতাবে ওটিটি। এরইমধ্যে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম ঈদ আয়োজনের সিরিজ ও ওয়েব ছবির প্রচারণাও শুরু করে দিয়েছে। তারকাদের কেউ কেউ তাদের অভিনীত কাজগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করছে। আসছে ঈদে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ত্রিনে মুক্তি পাবে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও শরিফুল রাজের ‘রক্তজবা’। তিশা বলেন, ‘সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও আসছে ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। ওটিটি এখন বিনোদনের অন্যতম মাধ্যম। এখানে আমার এই সিনেমাটি মুক্তির মাধ্যমে দীর্ঘদিন পর দর্শকরা আমাকে খুঁজে পাবেন। এ সিনেমায় আমার বিপরীতে অভিনয় করেছেন শরিফুল রাজ। ওর সঙ্গে আমার প্রথম কাজ এটি। আশা করছি, দর্শকদের ছবিটি ভালো লাগবে।’ চরিত্রটি নিয়ে তিশা বলেন, ‘এখানে আমার চরিত্রটি নতুন, তা বলব না। এর আগে এমন চরিত্রে আমাকে দেখা গেলেও অভিনয় করাটা চ্যালেঞ্জিং ছিল। কারণ পুরনো চরিত্রে অভিনয় করাটা এজন্যই চ্যালেঞ্জিং যে, নতুন করে নিজেকে প্রমাণ করতে হয়। আগের চেয়ে অনেক ভালো করতে হয়।
এ ছবিতে নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার শতভাগ চেষ্টা করেছি।’ সিনেমাটি পরিচালনা করেছেন নেয়ামুল মুক্তা। একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘রক্তজবা’। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান একযুগ আগে। অতীত এবং চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোচিত হতে থাকে নানান রহস্য। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জ্বল কবির হিমু, কাজী তানভির, অপু প্রমুখ। সিনেমাটির ক্রিয়েটিভ প্রযোজক হলেন ‘জালালের গল্প’ ছবির নির্মাতা আবু শাহেদ ইমন। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। ওটিটিতে মুক্তি পাবে রুবেল হাসান পরিচালিত তাসনিয়া ফারিণের চলচ্চিত্র ‘নিকষ’। এতে দুই বোনের ব্যতিক্রম একটি গল্প উঠে আসবে। ঈদে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘নিকষ’। ফারিণ বলেন, ‘খুব ইউনিক গল্প। পরস্পর বিপরীতধর্মী দুই বোন এবং এক ভাইয়ের টানাপড়েন নিয়ে গল্প। দুই বোনের একজন সংসার আর সম্পর্ক আগলে রাখতে চায়। অন্যজন ছুটে যেতে চায় ঝলমলে চোরাবালির দিকে। দর্শক সিনেমাটি দেখতে গিয়ে অনেক রকম আবেগের মুখোমুখি হবেন। এতে আমার চরিত্রের নাম সুলতানা।’ বিঞ্জে মুক্তি পাবে সাত পর্বের ওয়েব সিরিজ ‘ইনফিনিটি সিজন টু’।
২০২০ সালে ‘ইনফিনিটি’ সিরিজ মুক্তি পেয়েছিল। যেখানে দেখা মিলেছিল, এজেন্ট মুরাদ চরিত্রে অভিনয় করা রাজের মামার হত্যাকারী এজেন্ট চিফ সুমন আনোয়ার নিজের রুমে মৃত অবস্থায় পড়েছিলেন। নতুন সিজনের গল্প শুরু হবে এখান থেকে। ম্যাক্স রাহমানের চিত্রনাট্যে সিরিজটি পরিচালনা করেছেন মেহেদি হাসিব। এবারের সিজন প্রসঙ্গে তার ভাষ্য, ‘এবারের গল্পটা আরও স্পেসিফিক। গত সিজনের বেশ কিছু রহস্যের উত্তরও দেওয়া আছে গল্পের ভেতরেই। এবার আনকাট/লং টেকের ব্যবহার করেছি আমরা, বেশ কয়েকটা অ্যাকশন দৃশ্য উপভোগ করতে পারবে দর্শকরা।’ এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, আব্দুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সাঞ্জু জন, শিবলি নোমান, মুরাদ পারভেজসহ অনেকেই। বিশেষ দুটি চরিত্রে কাজ করেছেন এস এন জনি ও সামিয়া অথৈ। শরিফুল রাজ বলেন, ‘সিরিজটি দর্শক পছন্দ করবে বলে আমার ধারণা। এই ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকরা আবার আমাকে খুঁজে পাবে।’
সজল বলেন, ‘দীর্ঘদিন পর ভালো একটি কাজ নিয়ে আবার ওটিটিতে হাজির হতে যাচ্ছি।’ ক্যারিয়ারের সুসময় পার করছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তারই ধারাবাহিকতায় আসন্ন ঈদে চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। এতে মিমের বিপরীতে দেখা যাবে অভিনেতা এসএফ নাঈমকে। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন- সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এছাড়াও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে ঈদে মুক্তি পাবে নানা কনটেন্ট। এসব কনটেন্টে অভিনয় করছেন চলচ্চিত্র ও টেলিভিশনের আলোচিত অভিনয়শিল্পীরা।
আরও পড়ুন
ফারুকী, সেলিম, রাফি, হিমেলসহ আলোচিত ৮ পরিচালক
২৫ বছর বয়সেই না ফেরার দেশে জনপ্রিয় আরজে
দীর্ঘদিন পর ফেরা তারকারা