অনলাইন ডেস্ক :
রিয়াল মাদ্রিদের মাঠে জিতে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেলেও ঠিক সন্তুষ্ট নন শাভি এর্নান্দেস। প্রতিপক্ষের ডেরা থেকে জয় নিয়ে ফিরতে পেরে অবশ্যই খুশি তিনি। তবে বল দখলের লড়াইয়ে অনেক পিছিয়ে থাকায় মন ভরেনি বার্সেলোনা কোচের। কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার রিয়ালের মাঠে বার্সেলোনা জেতে এদের মিলিতাওয়ের আত্মঘাতী গোলে। এমনিতে ফলাফল যেমনই হোক, বল দখলের লড়াইয়ে বরাবরই এগিয়ে থাকতে দেখা যায় বার্সেলোনাকে। তবে এ দিন ছিল ব্যতিক্রম। মাত্র ৩৫ শতাংশ বল ছিল বার্সেলোনার পায়ে। গত আট মৌসুমে এটি তাদের সর্বনিম্ন। পরিসংখ্যান রাখার পর থেকে সবশেষ ৬৮৫ ম্যাচের মধ্যে সবচেয়ে কম সময় বল দখলে রাখতে পেরেছে তারা এই ম্যাচে। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও অবশ্য যথেষ্ট কার্যকর হতে পারেনি রিয়াল মাদ্রিদ। গোটা ম্যাচে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি তারা। ম্যাচের ফল ও অনেক কিছু নিয়ে সন্তোষ প্রকাশ করলেও শাভি তুলে ধরলেন বল দখলের পরিকল্পনায় সফল হতে না পারার দিকটি। “দলের প্রচেষ্ট আর যেভাবে ছেলেরা রক্ষণ সামলেছে, তাতে আমি সন্তুষ্ট। মাদ্রিদের সুযোগ তৈরি সম্ভাবনা আমরা নষ্ট করেছি, সাধারণত তারা অনেক সুযোগ বানায়। ফলাফল আমাদের জন্য ইতিবাচক, এতে আমি খুশি। তবে বল দখলে রাখতে আরও কাজ করতে হবে আমাদের।” “আমাদের পরিকল্পনা ছিল লম্বা সময় বল পায়ে রাখা ও বল দখলে রেখেই খেলা, যা আমরা পারিনি। সাধারণত, আমরা বল নিজেদের কাছে রাখতে পারি, আরও যথাযথ থাকি। তবে আজকে আমরা ঠিকঠাক করতে পারিনি, বল পায়ে ধৈর্য ছিল না, তাদের অর্ধেক শারীরিক লড়াইয়ে পেরে উঠিনি। তবে খেলার অন্যান্য অনেক কিছু আমার ভালো লেগেছে।” বার্সেলোনার খেলা রক্ষণাত্মক ধরনও অবশ্য বেশ বিরল ব্যাপার। তবে কোচ বললেন, রিয়ালই তাদেরকে বাধ্য করেছে এই কৌশল বেছে নিতে। “প্রতিপক্ষ বাধ্য করেছে এভাবে খেলতে। আজকে বল পায়ে ওরা আমাদের ওপর দাপট দেখিয়েছে। হাই প্রেশিংয়ে তাদেরকে হারানোর পথ বের করতে পারিনি আমরা। আমাদের জন্য কাজটি ছিল কঠিন।” “ম্যাচটি ড্র-ও করতে পারতাম আমরা। তবে রক্ষণে আমরা ছিলাম দুর্দান্ত। মাদ্রিদ দারুণ শক্তিশালী, সাধারণত ঘরের মাঠে তারা অনেক সুযোগ তৈরি করে। তবে আজকে তারা বলতে গেলে পারেইনি।” দ্বিতীয় লেগের ম্যাচ আগামী ৫ এপ্রিল বার্সেলোনার মাঠে।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি