March 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 10th, 2025, 12:35 pm

দলে থেকেও মাঠে নামেননি মেসি, তবুও জিতলো ১০ জনের মিয়ামি

অনলাইন ডেস্ক:
আবারও লিওনেল মেসিকে বেঞ্চে বসিয়ে রাখলেন কোচ হ্যাভিয়ের মাচেরানো। ঘরের মাঠে চারলট এফসির বিপক্ষে ম্যাচে সাইডবেঞ্চে বসে বসেই সতীর্থদের ১-০ গোলের জয় দেখলেন আর্জেন্টাইন সুপারস্টার।

ক্লান্তি এবং অবসাদের কারণে ২৫ ফেব্রুয়ারি স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ম্যাচের পর থেকে আর মাঠে নামেননি লিওনেল মেসি। আগের ম্যাচে মেসিকে দলেই রাখা হয়নি। তাদেও আলেনদে এবং সুয়ারেজের গোলে জয় পেয়েছিলো ইন্টার মিয়ামি।

তবে আজ (সোমবার, বাংলাদেশ সময়) ভোর রাতে অনুষ্ঠিত ম্যাচে মেসিকে দলে রেখেছিলেন কোচ মাচেরানো তবে মাঠে নামাননি। মেসি না থাকলেও দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতে (৪৬তম মিনিটে) গোল করে ইন্টার মিয়ামিকে এগিয়ে দেন তাদেও আলেনদে। সেই এক গোলেই জয় পরাজয় নির্ধারিত হলো।

এমএলএসের মৌসুম শুরুতে এটা তিন ম্যাচে দ্বিতীয় জয় ইন্টার মিয়ামির। অন্য ম্যাচটিতে ড্র করেছে তারা। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। একে তো লিওনেল মেসি সাইড বেঞ্চে, তারওপর ৩৮তম মিনিটে বক্সের বাইরে এসে ফাউল করার অপরাধে নিয়মিত গোলরক্ষক অস্কার উস্তারিকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন রেফারি।

মেসি মাঠে না নামলেও সমর্থকরা সারাক্ষাণ ‘মেসি, মেসি’ বলে চিৎকার করেছে। তাদের আশা ছিল, আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি যদি শেষ মুহূর্তে হলেও মাঠে নামেন! কিন্তু কোচ মাচেরানো আর তাকে নামালেন না।

মেসি না থাকা এবং লাল কার্ডের কারণে বেধে রাখা যায়নি মিয়ামিকে। ৪৬তম মিনিটে গনজালো লুজানের কাছ থেকে দারুণ এক পাসে বল পেয়ে মাঠের প্রায় মাঝখান থেকে সেন্টার পজিশন ধরে এগিয়ে যান। চারলটের বক্সের সামনে গিয়ে ব্যাক হিলে বল দেন লুইস সুয়ারেজকে। বাম পাশ দিয়ে নিজে এগিয়ে যান একেবারে পোস্টের সামনে। সুয়ারেজ রাইটব্যাকে লুপ করলে বুক দিয়ে বল ধরে দারুণ এক নিচু শটে চারলটের জালে বল জড়ান। এরপর ইন্টার মিয়ামির ডিফেন্স চারলটের কয়েকটি আক্রমণ ঠেকিয়ে নিজের জয় নিশ্চিত করে।