October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 2nd, 2025, 4:17 pm

দশমীতে সিঁদুর খেলায় মাতলেন নারীরা

 

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাদশমী আজ। দেবীর বিদায়ের বিষাদ আর সিঁদুর খেলার উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হচ্ছে পাঁচ দিনের এ শারদোৎসব।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকাল থেকেই নওগাঁর বিভিন্ন পূজামণ্ডপে শুরু হয় দেবী দুর্গার বিদায়ের আনুষ্ঠানিকতা। পূজামণ্ডপগুলোতে চলতে থাকে দশমীর বিহিত পূজা ও দর্পণ অনুষ্ঠান। সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন, মাঝেমধ্যে ঝরছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে প্রকৃতির এই বিরূপতা উপেক্ষা করে ভক্তরা দলে দলে মণ্ডপে আসতে থাকেন।

পূজা-অর্চনার পর নারীরা দেবী দুর্গার সিঁথিতে শেষবারের মতো সিঁদুর পরিয়ে দেন। এরপরই শুরু হয় আনন্দঘন সিঁদুর খেলা। বিবাহিত নারীদের পাশাপাশি তরুণী ও শিশুদেরও অংশগ্রহণে এই উৎসব হয়ে ওঠে আরও বর্ণিল। জীবনে সুখ-সমৃদ্ধি ও আগামী দিনের শুভকামনা জানিয়ে নারীরা একে অপরের গালে-মুখে সিঁদুর মেখে দেন। এ সময় ঢাক-ঢোলের তালে প্রতিটি পূজামণ্ডপ আনন্দমুখর হয়ে ওঠে।

শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে সিঁদুর খেলায় অংশ নেওয়া সুস্মিতা সাহা ও পারমিতা রায় বলেন, এবার অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। দেবীর বিদায়ের এই মুহূর্তে সিঁদুর খেলার মাধ্যমে ভিন্ন এক ভালোবাসা ফুটে ওঠে। তারা মায়ের আশীর্বাদ কামনা করেছেন যাতে সারা বছর পরিবার নিয়ে আনন্দে থাকতে পারেন।

এদিকে, প্রতি বছরের মতো এবারও প্রতিমা বিসর্জন উপলক্ষে নওগাঁ শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীতে নৌ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দুপুরের পর থেকেই প্রতিমাগুলো নৌকায় তোলা শুরু হয়। বিকেল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যায় নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের।

এনএনবাংলা/