January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 7th, 2023, 7:37 pm

দাউদকান্দিতে স্কুলে পরীক্ষা দেওয়ার সময় ‘তীব্র গরমে’ ২০ শিক্ষার্থী অসুস্থ

কুমিল্লার দাউদকান্দিতে প্রচণ্ড গরমে স্কুলে পরীক্ষা দেওয়ার সময় ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (৭ জুন) উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

তিনি জানান, বুধবার ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা ছিল। এ সময় বিভিন্ন কক্ষের শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাদেরকে দ্রুত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, একজন শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়লে অন্যান্যরাও ভয় ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে বেশিরভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার হাবিবা আক্তার নামে ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্কুলে ক্লাস চলাকালীন সে অসুস্থ হয়ে পড়ে। এরপর হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায় নি।

স্থানীয়দের ধারণা, হাবিবা হিটস্ট্রোক করে বা গরমে অসুস্থ হয়ে মারা গেছে।

—-ইউএনবি