জেলা প্রতিনিধি, ফেনী :
স্মার্ট কলেজ রূপান্তরের অংশ হিসেবে ফেনীর দাগনভূঞায় সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজে নবনির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও যার নামে কলেজের নামকরণ সেই মরহুম ইকবালের প্রতিকৃতি, শহীদ বেদী ও জাতীয় পতাকা উত্তোলনের স্থানসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে এ সকল উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোহাম্মদ মোঞ্জুরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া।
কলেজের প্রভাষক ঈব্রাহিম খলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মানোয়ার হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ও শিক্ষার্থী প্রিয়ামা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও ইকবালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিবৃন্দ।
আরও পড়ুন
সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবস পালন
কোম্পানীগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
ব্রাজিল দূতাবাসের সাথে রংপুর চেম্বার নেতৃবৃন্দের মত বিনিময় সভা