জেলা প্রতিনিধি, ফেনী (দাগনভূঞা) :
ফেনীর দাগনভূঞায় ২ জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীরা হল জগৎপুর গ্রামের ওলি উল্লাহর ছেলে মো. ইমাম হোসেন(২৫) ও রামানন্দপুর গ্রামের হরিমোহন নাথের ছেলে পরেশ চন্দ্র নাথ (৩০)। দাগনভূঞা থানার এসআই ফরহাদ কালাম সুজন ও জাহাঙ্গীর আলম অভিযান পরিচালনা করে আসামীদ্বয়কে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত ২৫ জুন দাগনভুঞা থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া এসজিআর-০৮/০৯(সাজা), দায়রা ২১৪১/১২ এর আসামী ইমাম হোসেনকে আদালত ০৫ বছরের সশ্রম কারাদন্ড সহ ৫০০০/- টাকা জরিমানা অনাদায়ে ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ ছাড়া অপর আসামী সিআর-৬১০/১৬(সাজা), সিআর-৬১২/১৬(সাজা), এফসিআর-৬১২/১৬, ডিসিআর-৪৫/১৮, এফসিআর-২০৯/১৫, ডিসিআর-৪৪/১৮ আসামী পরেশ চন্দ্র নাথকে আদালত ০৮ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ ১,৫০,০০০/- টাকা জরিমানা এবং ০৬ মাসের কারাদন্ড প্রদান অনাদায়ে ২,০০,০০০/- টাকা প্রদান করায় তাদের কে বিধি মোতাবেক গ্রেফতার করা হয়।
দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, ধরতেননা আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন
হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস
এস আলম ও পরিবারের সিঙ্গাপুরের ব্যাংক হিসাব-শেয়ার অবরুদ্ধের আদেশ
সাইফুজ্জামান চৌধুরী ও পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ