January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 3rd, 2021, 1:11 pm

দাগনভূঞায় জেল হত্যা দিবস পালিত

জেলা প্রতিনিধি, ফেনী:
যথাযোগ্য মর্যাদায় দাগনভূঞা উপজেলা আ.লীগের আয়োজনে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পৌর শহরের কেন্দ্রীয় মসজিদে জাতীয় চার নেতার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপজেলা আ.লীগ সভাপতি কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন, পৌর আ.লীগ সভাপতি খায়েজ আহমেদ, উপজেলা যুবলীগ সভাপতি আবুল ফোরকান বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফসহ আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।