জেলা প্রতিনিধি, ফেনী :
দাগনভূঞায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কিটনাশক বিতরণ এবং কৃষি প্রণোদনা কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহী উদ্দীন মজুমদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও দাগনভূঞা প্রেস ক্লাব সভাপতি ইমাম হাছান কচি প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালণা করেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মারূফ।
উপজেলাব্যাপী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি ৮’শ কৃষকের মাঝে বিণামূল্যে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মুগ, মসুর ও খেসারীর বীজ এবং সার কিটনাশক বিণামূল্যে প্রদান করা হয়।
দাগনভূঞায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আরও পড়ুন
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ:) এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা
গ্রাহকের ২০ কোটি টাকা নিয়ে পালিয়েছে মুরাদনগরের ‘দানিক’
কমলগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল চা জনগোষ্ঠী উন্নয়ন ফোরাম