January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 20th, 2022, 8:36 pm

দাগনভূঞায় মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফেনী :
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে মুক্তির উৎসব ও আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রাঙ্গণ থেকে র‍্যালীটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে মিলিত হয়। পরে মুক্তির উৎসবের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সন্মান জানানো হয়। এসময় দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া ও থানার ওসি মো. হাসান ইমাম উপস্থিত ছিলেন।