জেলা প্রতিনিধি, ফেনী :
মহান জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৬ মার্চ) সকালে আতাতুর্ক স্কুল অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ০৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সহকারি কমিশনার (ভূমি) গাজালা পারভিন রুহি, থানার ওসি মো. হাসান ইমাম ও মুক্তিযোদ্ধা এম এ রব প্রমুখ। অনুষ্ঠানে ১৪০ জন মুক্তিযোদ্ধা ও ১৬০ জন মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।

আরও পড়ুন
শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে খুলনায় আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল
চৌদ্দগ্রামে মহাসড়কের আমানগন্ডায় দুই লরির সংঘর্ষে চালক-হেলপার নিহত