January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 9th, 2025, 6:02 pm

দাবানলে পুড়ছে হলিউড হিলস

বুধবার হলিউড হিলসে দাবানল ছড়িয়ে পড়লে হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় ছবি: এএফপি

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গার দাবানল হলিউড হিলসেও ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার সন্ধ্যা নাগাদ সেখানে দাবানল ছড়িয়ে পড়লে সেখানকার বাসিন্দারাও নিরাপদ আশ্রয়ে সরে যান।

ইতিমধ্যে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় দাবানলে পাঁচজনের প্রাণহানি হয়েছে। ধ্বংস হয়ে গেছে শত শত ঘরবাড়ি।

গত মঙ্গলবার শুরু হওয়া ওই দাবানলে কয়েক হাজার একর জায়গা পুড়ে গেছে। ঝোড়ো বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়াচ্ছে। ইতিমধ্যে দাবানলকবলিত এলাকার এক লাখের বেশি মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস ঘানা সফরে ছিলেন। দাবানলের খবর পেয়ে সফর সংক্ষিপ্ত করে তিনি লস অ্যাঞ্জেলেসে ফিরে আসেন। দেশে ফেরার পর এক সংবাদ সম্মেলনে কারেন বাস বলেন, ‘এ এক বড় অগ্নিঝড়।’

লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের প্রধান ক্রিস্টিন ক্রাউলি এক সংবাদ সম্মেলনে বলেন, বুধবার সন্ধ্যায় নতুন করে হলিউড হিলসে দাবানল ছড়িয়ে পড়ায় আরও অনেক মানুষকে সরে যেতে হয়েছে। হলিউড হিলসসহ লস অ্যাঞ্জেলেস কাউন্টির অন্তত ছয়টি জায়গা দাবানলের কবলে পড়েছে বলে জানিয়েছেন তিনি।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য কর্তৃপক্ষ বলেছে, ছয়টি জায়গার দাবানলের মধ্যে চারটি একেবারেই নিয়ন্ত্রণ করা যায়নি।

লস অ্যাঞ্জেলেসের এই দাবানলকে ‘সানসেট ফায়ার’ নামে ডাকা হচ্ছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিস বিভাগ বলেছে, বুধবার দাবানলে হলিউড হিলসের ৫০ একর জায়গা পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের কর্মীদের কেউ স্থলভাগে থেকে, আবার কেউ হেলিকপ্টারে চড়ে ওপর থেকে আগুন নিয়ন্ত্রণ করার জন্য জোরেশোরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দক্ষিণে হলিউড বোলেভার্ড, উত্তরে মুলহল্যান্ড ড্রাইভ, পূর্বে ১০১ ফ্রিওয়ে এবং পশ্চিমে লরেল ক্যানিয়ন বোলেভার্ড পর্যন্ত এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। বিনোদনজগতের ক্ষেত্রে এই জায়গাগুলো খুব উল্লেখযোগ্য। এই এলাকার মধ্যেই ডলবি থিয়েটারের অবস্থান। সেখানে অস্কার আয়োজন হয়ে থাকে। অস্কারের আয়োজকেরা বলেছেন, দাবানলকে কেন্দ্র করে অস্কার মনোনয়নের আনুষ্ঠানিকতা ইতিমধ্যে দুই দিন পেছানো হয়েছে।

অপেক্ষাকৃত ছোট আকারে হলেও হলিউড বোলেভার্ড ও ওয়াক অব ফেম সড়কের ওপর দিয়েও দাবানলের শিখা দেখা যাচ্ছে। দাবানল যদি ১০১ ফ্রিওয়ে অতিক্রম করে, তবে হলিউড সাইন ও গ্রিফিথ অবজারভেটরি ঝুঁকিতে পড়বে।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, নিকটবর্তী দুটি বাড়িতে আগুন লেগেছে এবং স্টুডিও সিটির আশপাশে দাবানল ছড়িয়ে পড়েছে।

তবে লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলেছে, ফায়ার সার্ভিসের ৫০ জনের বেশি কর্মী মিলে আগুন নিভিয়ে ফেলেছেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।