January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 24th, 2023, 7:30 pm

দাবি আদায়ে ৩ সেপ্টেম্বর থেকে ধর্মঘটে যাবে খুলনার জ্বালানি ব্যবসায়ীরা

আগামী ৩১ আগস্টের মধ্যে জ্বালানি তেল বিক্রয়ে কমিশন বৃদ্ধিসহ ৩ দফা দাবি বাস্তবায়ন না হলে ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে জ্বালানি তেল ব্যবসায়ীরা।

বুধবার (২৩ আগস্ট) রাত ৮টায় খুলনা নিউ মার্কেট এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রস্তুতি সভায় এই ঘোষণা দেওয়া হয়।

খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস।

তাদের ৩ দফা দাবি হলো- জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরীর ইকোনোমিক লাইফ ৫০ বছর নির্ধারণ করতে হবে, জ্বালানি তেল বিক্রয়ের প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে ৭ শতাংশ করতে হবে এবং জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট এ সংক্রান্ত সু-স্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।

আব্দুল গফ্ফার বিশ্বাস বলেন, অনেকদিন ধরে তিনটি দাবি জানিয়ে আসছি। অথচ সরকার মানছে না। আগে তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কমিশন বাড়ানো হতো। তাই এবার তেলের দাম বাড়লেও কমিশন বাড়েনি। আগামী ৩১ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়নের বিষয় সমাধান না হলে ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকবে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করব।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনা বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, সহ-সভাপতি মহিবুল হাসান থ্রাইমস ও কোষাধ্যক্ষ এসএম মুরাদ উজ্জামান প্রমুখ।

—-ইউএনবি