September 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 31st, 2025, 7:02 pm

দাবি আদায় না হওয়া পর্যন্ত পবিপ্রবির বাবুগঞ্জ ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি:

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বরিশালের বাবুগঞ্জস্থ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বাবুগঞ্জ ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (৩০ আগস্ট) রাতে অ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভবনসমূহে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা দেন। রোববার (৩১ আগস্ট ) সকাল ১০ টা থেকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। শিক্ষার্থীরা জানান, দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিমেল হাজবেন্ড্রি-সংবলিত কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হচ্ছে। এতে দুটি পদে আবেদন করার সুযোগ থাকে, কিন্তু পবিপ্রবির বাবুগঞ্জ ক্যাম্পাসে সেই সুযোগ নেই। অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি বলেন,আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১০ দিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রতিবেদন প্রকাশ হয়নি, একাডেমিক কাউন্সিলও গঠন করা হয়নি। তাই আমরা বাধ্য হয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছি। একাডেমিক কাউন্সিল গঠিত না হওয়া পর্যন্ত বাবুগঞ্জ ক্যাম্পাস শাটডাউন চলবে। সমাবেশে আবুবকর সিদ্দিক, তাহসিন হোসাইন, মাহমুদুল হাসান তানভির, অর্জুন দাস, সীমান্তসহ কয়েকজন শিক্ষার্থী বক্তব্য দেন। এ বিষয়ে তদন্ত কমিটির সভাপতি ও রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক মোঃ মামুন অর রশিদ জানান, আমরা প্রতিবেদন প্রস্তুত করেছি। সোমবার কর্তৃপক্ষের কাছে তা জমা দেওয়া হবে।

বার্তাপ্রেরক\ মোঃ আল-আমিন

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি