২০ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধি সহ তিন দফা দাবি আদায়ে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা জানিয়েছেন, আগামী রোববারের মধ্যে দাবি না মানলে ‘যমুনা ঘেরাও’ কর্মসূচি দিতে বাধ্য হবেন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল ও অনশন কর্মসূচি শেষে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী।
বিকাল ৩টার পর থেকে শিক্ষক-কর্মচারীরা শহীদ মিনারে জড়ো হয়ে অবস্থান ও অনশন শুরু করেন। বৃষ্টির মধ্যেও তারা স্লোগান দিচ্ছিলেন, কেউ বক্তব্য রাখছিলেন।
খুলনা থেকে আসা শিক্ষক আসমা আক্তার বলেন, ‘আমরা যুগের পর যুগ ধরে মাত্র এক হাজার টাকা বাড়ি ভাতা পাচ্ছি। এখন সরকার ২ হাজার টাকায় সম্মত হলেও এই টাকায় কি কোনো বাসা ভাড়া পাওয়া সম্ভব?’
নড়াইল থেকে আসা শিক্ষক রবিউল আলম জানান, ‘আমরা সকাল থেকেই শহীদ মিনারে অবস্থান করছি। কেউ কেউ গ্রামে ফিরে যাচ্ছেন, আবার নতুন শিক্ষক আসছেন। এভাবে টানা ছয় দিন ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।’
গত ছয় দিন ধরে শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার, শিক্ষা অফিস ও শাহবাগ এলাকায় ধারাবাহিক আন্দোলন করছেন। তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি বলে জানান তারা।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকরা আরও বলেন, সরকারের অন্যান্য পেশার কর্মচারীরা যে হারে বাড়ি ভাতা পাচ্ছেন, শিক্ষকদের ক্ষেত্রে এখনো পুরোনো বেতন স্কেল অনুসরণ করা হচ্ছে। ফলে গ্রাম বা শহর—কোথাও ভাড়ার বাসায় থাকা সম্ভব হচ্ছে না।
তাদের দাবি, বাড়ি ভাতা ২০ শতাংশ বৃদ্ধি, বেতন বৈষম্য দূরীকরণসহ তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি থাকলে ভালো লাগত: আসিফ নজরুল
কিছু কিছু দল ডিস্টার্ব করছে, আমরা লক্ষ্য রাখছি: মির্জা আব্বাস
মাইলস্টোন কলেজে এইচএসসি পাসের হার ৯৯.৮৩ শতাংশ, উৎসর্গ করা হলো বিমান দুর্ঘটনায় হতাহতদের