র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার মো. হারুন-অর-রশীদ।
বুধবার (৫ জুন) দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে র্যাবের সাবেক ডিজি এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন হারুন-অর-রশীদ।
গত ২৯ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
হারুন-অর-রশীদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএস ক্যাডারের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৯ সালে ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিদর্শকসহ পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
আহমেদ আলীর ছেলে হারুন ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০৯ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।
—–ইউএনবি
আরও পড়ুন
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
ফকিরাপুলে গরম পানির গলিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩
জুলাই গণহত্যা: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে