দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বুধবার সকালে নবাবগঞ্জ উপজেলার বাজিতপুরে এবং চিরিরবন্দর উপজেলার আন্ধ্যারমুহা শাহাপড়া এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটেছে।
নিহত ট্রাক চালকের নাম সাকিল (৪০)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার তাতীবন্দর গ্রামের আশরাফ আলীর ছেলে। তার সহযোগী আসিফ (২৫) একই এলাকার আজিজার রহমানের ছেলে।
নবাবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) বিভূতিভূষণ রায় ব্রতি জানান, হাডবোর্ড বহনকারি ট্রাকটি ভোর সাড়ে ৪টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর বাজারের ব্রীজের পাশের খাদে উল্টে পড়ে। এতে দুর্ঘটনাস্থলে চালক নিহত এবং তার সহযোগী আহত হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে বুধবার সকালে চিরিরবন্দরের আন্ধ্যারমুহা শাহাপড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাক গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক এবং সহযোগী আহত হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
বিশেষ আদালতের এজলাস কক্ষ ভোর বেলায় আগুনে পুড়ে গেছে
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩