January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 7th, 2023, 7:40 pm

দিনাজপুরে চালের ট্রাকে আগুন

দিনাজপুরে বীরগঞ্জে চালের বস্তাবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি। তবে ট্রাকের ইঞ্জিন-কেবিন পুড়ে গেছে।

বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের মহুগাঁও বটতলী বাজার এলাকায় চালের বস্তা বহনকারী একটি চলন্ত ট্রাকে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন বীরগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

বীরগঞ্জ থানার ইনচার্জ মুজিবুর রহমান জানান, আগুনে ইঞ্জিন-কেবিন পুড়ে গেছে। জড়িত‌দের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে।

অক্টোবরের শেষ থেকে অবরোধ চলাকালে এখন পর্যন্ত দিনাজুরে ৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

—-ইউএনবি