দিনাজপুরে বীরগঞ্জে চালের বস্তাবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি। তবে ট্রাকের ইঞ্জিন-কেবিন পুড়ে গেছে।
বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের মহুগাঁও বটতলী বাজার এলাকায় চালের বস্তা বহনকারী একটি চলন্ত ট্রাকে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন বীরগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
বীরগঞ্জ থানার ইনচার্জ মুজিবুর রহমান জানান, আগুনে ইঞ্জিন-কেবিন পুড়ে গেছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে।
অক্টোবরের শেষ থেকে অবরোধ চলাকালে এখন পর্যন্ত দিনাজুরে ৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
—-ইউএনবি
আরও পড়ুন
শাহরাস্তিতে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ওলামা লীগের নেতা প্রতিবাদে তিন সদস্যের পদত্যাগ
বিএনপি সংখ্যাগরিষ্টতা নিয়েই আগামী সরকার গঠন করবে: বিয়ানীবাজারে ফয়সল চৌধুরী
পাথর চাপায় সিলেটে রায়হান হত্যা মামলা: আত্মসমর্পন করেনি আকবর,দেশ ছাড়ার গুঞ্জন