দিনাজপুর ঘোড়াঘাটে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার খোদাতপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই গ্রামের হায়দার আলীর ছেলে মীম (২০) ও ইসমাইল হোসেনের ছেলে রাকিব (২৪)। সম্পর্কে তারা চাচাতো ভাই।
ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু জানান, জমির মালিকানা নিয়ে হায়দার আলী ও ওমর আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। শত্রুতার জের ধরে ওমর আলীর সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে হায়দার আলীর বাড়িতে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মীমের মৃত্যু হয় এবং আরও পাঁচজন আহত হন।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে সেখানে রাকিব মারা যান।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
—-ইউএনবি

আরও পড়ুন
নাটোরে বিএনপির একই সময় পাল্লাপাল্টি সমাবেশ সিংড়ায় সাবেক প্রতিমন্ত্রীর চাচা শ্বশুর ও বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ
শাহরাস্তিতে শিক্ষকদের সাথে অধ্যাপক মাওঃ আবুল হোসাইন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহীতে ভোটের মাঠ সরগরম