January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 13th, 2023, 8:28 pm

দিনাজপুরে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় এক কলেজছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক (২২) বিরামপুর পৌর শহরের আব্দুল খালেকের ছেলে। সে বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কমিটির সদস্য।

স্থানীয়রা জানান,দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর মাদরাসার সামনে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এসময় ওই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে দুর্ঘটনাস্থলে নিহত হন ওমর ফারুক।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান,ওমর ফারুক বিরামপুর সরকারি কলেজের ছাত্র। চাঁদপুর নামক স্থানে পেট্রোল পাম্পে জ্বালানি নিয়ে কলেজে যাওয়ার সময় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে মুখামুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে সে। এসময় ওই ট্রাকের চাকার পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ঘাতক ট্রাকটিকে রেলগুমটি এলাকা থেকে জব্দ করা হয়েছে।

—ইউএনবি