দিনাজপুরের ট্রাকচাপায় দুই জন নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর বাজিতপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে আজগার, একই উপজেলার খানপড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী। তারা সম্পর্কে শালা দুলাইভাই।
কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. জাকারিয়া জানান, ভোর ৫টার দিকে খোয়ারের মোড়ে তিনজন পায়ে হেঁটে তাদের এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং অপরজন গুরুতর আহত হন।
নিহত আলীর আরেক শ্যালক আহত মকবুলকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ট্রাকটি জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি।
—ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও