দিনাজপুরের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল ইসলাম (৫০) উপজেলার বেগমপাড়ার এলাকার মৃত মমতাজ হোসেনের ছেলে। আহতরা হলেন- একই এলাকার বাসিন্দা আলমগীর (৪০) ও শুকুর আলী (৪৫)। তারা পেশায় কসাই।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমান কুমার মহন্ত জানান, সকাল সোয়া ৭টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে যাবার সময় বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটে (ক্রসিং) সিমেন্ট বহনকারী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় আজিজুল ইসলাম মার যান। আহত অপর দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালকসহ অন্যরা পালিয়ে গেছেন।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন